• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাড়াটিয়ার তথ্য না দিলেই ব্যবস্থা


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৮, ২০১৬, ১০:০১ পিএম
ভাড়াটিয়ার তথ্য না দিলেই ব্যবস্থা

ভাড়াটিয়াদের তথ্য গোপন করলেন বা তথ্য দিতে সহায়তা না করলেন সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ হুঁশিয়ারির কথা জানান ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কশিমনার (ডিসি) মাসুদুর রহমান।
 
তিনি বলেন, ‘যদি কোনো বাড়ির মালিক তথ্য গোপন করে এবং তথ্য দিতে সহায়তা না করে, তবে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
 
তিনি আরো বলেন, ‘প্রতিটি বাড়ির মালিক যদি বাড়ির সকল ভাড়াটিয়ার তথ্য নিজের কাছে রাখে এবং সংশ্লিষ্ট থানায় জমা দেয়, তবে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।’
 
পুলিশ সদস্যরা বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে উল্লেখ করে ডিসি বলেন, ‘রাজধানীর বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে ডিএমপির পক্ষ থেকে অনেক প্রচার প্রচারণা চালানো হয়েছে এবং হচ্ছে।’

ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য পুলিশের পক্ষ থেকে ২০ লাখ ফর্ম বিতরণ করা হয়েছে। ইতিমধ্যেই ১৮ লাখের মতো বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য ডিএমপি সংগ্রহ করেছে বলেও জানান তিনি।
 
উল্লেখ্য, গুলশানের রেস্টুরেন্টে জঙ্গি হামলায় জড়িতদের বাড়ি ভাড়া দেয়ার আগে তাদের নাম ঠিকানাসহ তথ্য না রাখায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত সহউপাচার্যসহ (প্রোভিসি) তিনজনকে আটক করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়াও পশ্চিম শেওয়াড়াপড়া এলাকার আরো এক বাড়ির মালিককে একই অভিযোগে রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!