• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে লিগ্যাল নোটিশ


আদালত প্রতিবেদক জুলাই ৩১, ২০১৭, ০১:১০ পিএম
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে লিগ্যাল নোটিশ

ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষার নামে কোচিং ফি বাবদ অর্থ আদায় বন্ধে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়ছে। নোটিশের অনুলিপি শিক্ষা সচিবকেও দেয়া হয়েছে। আজ (৩১ জুলাই) দুপুরে বেসরকারি ডাকযোগে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির উপ অর্থ কমিটির প্রধান ইউনুছ আলী আকন্দ এ নোটিশটি পাঠান। বিশেষ করে জেএসসি এসএসসি ও এইচএসসি পরীক্ষার আগে কোচিং বাবদ জন প্রতি ৪ থেকে ৫ হাজার টাকা আদায় করা হয়।

অভিযোগ রয়েছে এ টাকাগুলো শিক্ষকরা নিজেরা ভাগবাটোয়ারা করে নেন। ব্যাংক একাউন্টে এর কোনো হিসেব থাকে না। ১৯৭৯ সালের বেসরকারি স্কুল এন্ড কলেজ শিক্ষক চাকরি রেগুলেশন গভর্নিং বডির সিদ্ধান্ত বা অনুমতি ছাড়া কোনো শিক্ষক কোচিং বা অন্য কোনো নামে টাকা আদায় করতে পারবেন না। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকরা এ নিয়ম অমান্য করে চলছেন। যা আইনের লংঘন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না দিলে তিনি হাইকোর্টে রিট দায়ের করবেন বলে জানান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!