• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিসার আবেদন করেননি ৭২৭ হজযাত্রী


বিশেষ প্রতিনিধি আগস্ট ১০, ২০১৮, ০৪:১১ পিএম
ভিসার আবেদন করেননি ৭২৭ হজযাত্রী

ঢাকা: মৃত্যু, অসুস্থতাসহ নানা কারণে এ বছর ৭শ ২৭ জন হজ যাত্রী ভিসার জন্য আবেদন করেননি। ভিসা আবেদনের সময় শেষে শুক্রবার (১০ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এর আগে বৃহস্পতিবার (৯ আগস্ট) ভিসার আবেদন জমা দেয়ার সময় শেষ হয়। ১৫ আগস্ট বাংলাদেশ বিমান ও ১৭ আগস্ট সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট শেষ হবে। পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় এরই মধ্যে বিমানের ১৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৪ ও ১৫ আগস্টের আড়াই হাজার টিকিট এখনও অবিক্রিত রয়েছে।

দ্রুত টিকিট সংগ্রহ না করা হলে আরো ফ্লাইট বাতিলের আশঙ্কা করা হচ্ছে। শনিবার বিকেল ৫টার মধ্যে হজ যাত্রীদের টিকিট সংগ্রহ করার আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ।

এদিকে হাব ও হজ অফিস থেকে জানানো হয়েছে তাদের অতিরিক্ত স্লটের প্রয়োজন নেই।

সোনালীনিউজ/জেডআরসি/এমএইচএম

Wordbridge School
Link copied!