• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিসির বাসভবনে ভাঙচুরকারীদের ছাড় দেয়া হবে না


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০১৮, ১১:১৭ এএম
ভিসির বাসভবনে ভাঙচুরকারীদের ছাড় দেয়া হবে না

ঢাকা: আন্দোলনের নামে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের বাসভবনে ভাঙচুর করেছে তাদের ছাড় দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে ঢাবি ভিসির বাসভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী আরো বলেন- সমঝোতার পরও যারা কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য খতিয়ে দেখা হবে।

সেতুমন্ত্রী আরো বলেন, রাজনৈতিক অন্ধ বিশ্বাসের কারণে ভিসির বাসায় হামলা করা হয়েছে। এ হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

হামলার ঘটনাকে মধ্যযুগীয় আখ্যা দিয়ে তিনি বলেন, এটি একাত্তরের বর্বরতাকেও হার মানায়।

এ সময় ওবায়দুল কাদেরর সঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!