• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ভীষণ খুশি, সবাই দোয়া করবেন’


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০১৬, ১২:০৩ পিএম
‘ভীষণ খুশি, সবাই দোয়া করবেন’

২০১৬ সালের মার্চে ভারতে টি-২০ বিশ্বকাপ চলাকালীন সময়ে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে তাসকিন আহমেদের। পরীক্ষায়ও টপকাতে পারেননি। ত্রুটি ধরা পড়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন এই টাইগার পেসার। সে থেকে আশায় আছেন তাসকিন ভক্তরা। কবে মাঠে ফিরবেন প্রাণের তারকা। অবশেষে দীর্ঘ অপেক্ষার পালা শেষ হল। শুক্রবার বিকালে তাসকিন-সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।

এমন সংবাদ শুনে দেশ বিদেশের লক্ষ-কোটি ক্রিকেটপ্রেমীর মতোই আনন্দে আত্মহারা তাসকিনও। নিজের ফেসবুকে লিখেছেন, ‘সুসংবাদ পেলাম। ভীষণ খুশি হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

তাছাড়া তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় তাসকিন বলেন, ‘দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। আগের চেয়ে দলকে আরও ভালো কিছু উপহার দিতে চাই। বোলিংয়ের ধারটা আরও উন্নত হয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!