• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভুল শট খেলে আউট হয়েছি: তামিম


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৭, ০৪:৪৮ পিএম
ভুল শট খেলে আউট হয়েছি: তামিম

ঢাকা: চোটজনিত সমস্যা নিয়েই ওয়েলিংটন টেস্টে খেলতে নেমেছিলেন টাইগারদের অধিনায়ক মুশফিকুর রহীম। এরপর মরার ওপর খরার ঘা হিসেবে আবারো আঘাতপ্রাপ্ত হন তিনি। ব্যাট করতে নেমে সবাগতিক পেসার টিম সাউদির বাউন্সার মাথায় লেগে অ্যাম্বুলেন্সে করে মাঠ ত্যাগ করেন তিনি। বদলী উইকেটরক্ষক হিসেবে খেলতে নেমে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ইমরুল কায়েস। যার ফলাফল দুর্দান্ত গতিতে শুরু করেও বড় ব্যবধানে হার। আর এ জন্য ভুল শট আর চোট সমস্যাকে দায়ি করছেন দলের সহ অধিনায়ক তামিম ইকবাল।

সোমবার (১৬ জানুয়ারি) ম্যাচ শেষে এই উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, ‘আমাদের উচিৎ ছিল পরিস্থিতি আরও ভালোভাবে মোকাবেলা করা। কিন্তু, আমরা সেটা করতে পারিনি। আমি নিজেও ভুল শট খেলে আউট হয়েছি। আর সাকিব তাড়াহুড়া না করে আরও একটু পরে বড় শট খেলতে পারতো।

আর শর্ট বল আর বাউন্সারকে খেলার অংশ হিসেবেই মনে করেন তামিম। তিনি বলেন, ‘এটা নিয়ে কোনো অভিযোগ করা চলবে না। ওটা ওদের স্ট্র্যাটেজি ছিল। অন্তত আমার কোনো অভিযোগ নেই। ওরা যখন বাংলাদেশে আসে তখন তো আমরা জানি ওরা স্পিন খেলতে পছন্দ করে না। সারাদিন আমরা স্পিন করে যাই। এরকম হয়ই। আমি নিশ্চিত, মুশিরও এ নিয়ে কোনো অভিযোগ নেই।'

বাংলাদেশ দলের এখন পর্যন্ত টেস্টের ইতিহাস হচ্ছে এক ইনিংসে ভালো করলে আরেক ইনিংসে বিপর্যয়। এ অবস্থা থেকে দলকে বের করার উপায় কী জানতে চাইলে তামিম বলেন, ‘সাম্প্রতিক দেশে না হলেও বিদেশের মাটিতে অভিযোগটি সত্য। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

বিপিএলসহ লম্বা সময় ধরে ক্রিকেট খেলায় থাকায় দলের সদস্যরা ক্লান্ত কিনা জানতে চাইলে তামিম না সূচক জবাব দিয়ে বলেন, ‘এটি আমার মনে হয় না। আগামী দু’বছর আমাদের অনেক বেশি খেলায় থাকতে হবে। আমাদের কারও কারও যদি ক্লান্তির সমস্যা থাকে, সেগুলো দলের মেডিক্যাল স্টাফরা দেখবেন।’

এদিকে কিউইদের ম্যাচ জেতানো ব্যাটসম্যান অধিনায়ক কেন উইলিয়ামসন মুশফিকের সুস্থতায় স্বস্তি বোধ করে বলেন,‘এটা খেলোয়াড়দের আউট করার কৌশল। কাউকে আঘাত পেতে দেখাটা দুর্ভাগ্যের। ক্রিকেট মাঠে আমরা কখনো অ্যাম্বুলেন্স দেখতে চাই না। তবে ও ঠিক আছে দেখে স্বস্তি পাচ্ছি।’

এছাড়াও বাউন্সারের প্রসঙ্গ টেনে উইলিয়ামসন বলেছেন, ‘আগেকার দিনে বাউন্সার দেওয়ার ব্যাপারে কোনো বিধি নিষেধ ছিল না। তখন হেলমেটও ব্যবহৃত হতো না। এই ম্যাচে নেইল ওয়াগনারও কতোবার আঘাত পেল। একই ঘটনা ঘটেছে বাংলাদেশি খেলোয়াড়দের বেলায়।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!