• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভুয়া জন্মদিন পালনকারীরা জাতীয় ঐক্য চান না: সেতুমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৫, ২০১৬, ০২:৪৩ পিএম
ভুয়া জন্মদিন পালনকারীরা জাতীয় ঐক্য চান না: সেতুমন্ত্রী

ফাইল ছবি

শোকের মাসে যারা জাতির জনকের রক্তের উপর দাঁড়িয়ে ভুয়া জন্মদিন পালন করে তারা জাতীয় ঐক্য চান না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  আজ শুক্রবার (৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শেখ কামালের ৬৮তম জন্মদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
মন্ত্রী বলেন, ‘সন্ত্রাস ও উগ্রবাদকে যারা এদেশে প্রতিষ্ঠিত করেছে, তারা উগ্রবাদ নিরসনের নামে ঐক্য করতে চায় এটা বড়ই হাস্যকর। আমি বলবো, যদি ঐক্য চান তাহলে শোকের মাসে ভুয়া জন্মদিন পালন বর্জন করে আসুন। তারপর ভেবে দেখবো।’
 
শেখ কামালের সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, ‘শেখ কামাল ছিলেন বৈচিত্র্যময় এক তরুণের নাম। তার প্রাত্যাহিক রুটিন বলে দেয় কতটুকু প্রতিশ্রুতিশীল ছিলেন তিনি। আমি মনে করি কোনো তরুণ যদি তার আদর্শ কর্মচঞ্চলতাকে অনুসরণ করে তাহলে তারা বিপথগামী হবে না।’
 
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!