• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুয়া সার্টিফিকেটে চাকরির সাক্ষাৎকার, ৩ জনের দণ্ড


ঝিনাইদহ প্রতিনিধি ডিসেম্বর ৬, ২০১৬, ০৬:৪৩ পিএম
ভুয়া সার্টিফিকেটে চাকরির সাক্ষাৎকার, ৩ জনের দণ্ড

ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে ভুয়া জাতীয়পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তৈরি করে মহল্লাদার (চৌকিদার) পদে চাকরির স্বাক্ষাৎকার দিতে এসে তিন ব্যক্তি ধরা পড়ে। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার পুড়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম, জীবননগর পাড়ার নুর ইসলামের ছেলে মিনারুল ও  সামান্তা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ওলিয়ার রহমান।

ইউএনও আশাফুর রহমান জানান, দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মহল্লাদার (চৌকিদার ) নিয়োগের স্বাক্ষাৎকার ছিল।  রবিউল, মিনারুল ও ওলিয়ার বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ভুয়া সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি তৈরি করে জমা দিয়ে স্বাক্ষাৎকার দিতে আসে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে কাগজপত্র ভুয়া প্রমানিত হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!