• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেজা পোশাকে মিতালি, স্যোশাল মিডিয়ায় ট্রল


ক্রীড়া ডেস্ক আগস্ট ২২, ২০১৭, ০৬:২১ পিএম
ভেজা পোশাকে মিতালি, স্যোশাল মিডিয়ায় ট্রল

ঢাকা: তাঁর নেতৃত্বে এবারের নারী বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে ইংল্যান্ডের কাছে অল্পের জন্য সিরিজ বিসর্জন দিতে হয়েছে মিতালি রাজের দলকে। বিশ্বকাপ থেকেই ভারতে বেশ সম্মান পেয়ে আসছে নারী জাতীয় ক্রিকেট দল। সেই মিতালি এবার অন্য কারণে স্যোশাল মিডিয়ায় ট্রলের শিকার হলেন। তাঁর পোশাক নিয়ে এক ব্যক্তি প্রশ্ন তুলে দিতেই সমস্যার শুরু।

মিতালির পোশাকের একটি অংশ ঘামে ভিজে গিয়েছিল। এটা নিয়ে  ওই ব্যক্তি লেখেন, ‘সরি ক্যাপ্টেন, আপনাকে ভিজে পোশাকে বাজে লাগছে।’ কিছুক্ষণ পর তাঁকে মারকাটারি জবাব দেন মিতালি। তিনি পোষ্ট করেন,‘ আমি এরকমই। আর দৌড়াদৌড়ি করতে গিয়ে আমার পোশাক ভিজে গিয়েছে। আর এতে লজ্জা পাওয়ার কিছু নেই।’

এর পর মিতালির সমর্থনে ওই ব্যক্তিকে ধুয়ে দেন অন্যরা। তবে প্রশ্ন উঠেছে যেভাবে মিতলিদের মতো নামি মানুষদের নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে তাতে সমাজের কাছে কি বার্তা পৌঁছচ্ছে? বিশ্বকাপ চলাকালীন এক সাংবাদিক মিতালিকে জিজ্ঞাসা করেছিলেন,  আপনার প্রিয় পুরুষ ক্রিকেটার কে?’ আর এই প্রশ্নেই মাথা ঠিক রাখতে পারেননি ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান।

মিতালি সেই সাংবাদিককে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনি কি এই প্রশ্নটা কোনও পুরুষ ক্রিকেটারকে করেন? আপনি কী ওদের থেকে জানতে চান যে, তাঁদের পছন্দের নারী ত্রিকেটাররা কে?’ এখানে না-থেমেই মিতালি আরও বলেন, ‘আমাকে বরাবর জিজ্ঞাসা করা হয় যে, আমার পছন্দের ক্রিকেটার কে? কিন্তু আপনি জানতে চাইবেন যে, ওদের পছন্দের নারী ক্রিকেটার কারা।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!