• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভেন্যু জটিলতা, বাতিল হল ‘বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্ট’


বিনোদন প্রতিবেদক অক্টোবর ২২, ২০১৭, ০৫:২৮ পিএম
ভেন্যু জটিলতা, বাতিল হল ‘বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্ট’

ঢাকা: ভেন্যু জটিলতায় এবার বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভাল বাতিল ঘোষণা করেছেন আয়োজকরা। রবিবার (২২ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন।

সকাল ১১টায় নির্ধারিত সংবাদ সম্মেলন শুরু হতে দেরি হলেও উপস্থিত  সাংবাদিকদের সরবরাহ করা সংবাদ বিজ্ঞপ্তিতে মিউজিক ফেস্টিভাল বাতিলের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় থাকা ব্লুজ কমিউনিকেশন কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

এবার আর্মি স্টেডিয়াম বরাদ্দ না পাওয়ায় অনুষ্ঠানটির আয়োজন নিয়ে জটিলতা তৈরি হয়। প্রতিবছর নভেম্বরের শেষ সপ্তাহে আয়োজন করা হয় ‘বেঙ্গল ক্লাসিক মিউজিক ফেস্ট’। এতে উপমহাদেশের সংগীতগুরুরা অংশ নিয়ে থাকেন।

ঢাকার বেঙ্গল উচ্চাঙ্গ সংগীতের উৎসবের সহযোগিতা ও শিল্পী ব্যবস্থাপনার কাজে থাকে ভারতের প্রতিষ্ঠান পারফেক্ট হারমোনি গ্লোবাল। যদি সময়মতো উৎসব আয়োজনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে উৎসবটিকে অন্য কোনো দেশের অন্য কোনো শহরে নিয়ে যেতে পারে প্রতিষ্ঠানটি।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!