• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোট দিচ্ছেন যুক্তরাজ্যের জনগণ


আন্তর্জাতিক ডেস্ক জুন ৮, ২০১৭, ০২:০৫ পিএম
ভোট দিচ্ছেন যুক্তরাজ্যের জনগণ

ঢাকা: পর পর সন্ত্রাসী হামলার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন যুক্তরাজ্যের সাধারণ জনগণ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ভোটগ্রহণ শুরু হয়েছে। ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের ৪০ হাজারেরও বেশি কেন্দ্রে ভোট দিচ্ছে ৪ কোটি ৬৯ লাখ নিবন্ধিত ভোটার।

স্থানীয় সময় রাত ১০টায় ভোট গ্রহণ শেষে হবে। শুক্রবার সন্ধ্যা নাগাদ আনুষ্ঠানিক ফলাফল জানা যাবে। পার্লামেন্টের ৬৫০টি আসনের প্রতিনিধি নির্বাচন করবেন। ২০১৫-র সাধারণ নির্বাচনের চেয়ে এবার ভোটারের সংখ্যা বেশি। সেবার প্রায় ৪ কোটি ৬৫ লাখ ভোটার তাদের রায় জানিয়েছিলেন।

ভোটারদের অনেকেই এরই মধ্যে পোস্টাল ভোটের মাধ্যমে তাদের পছন্দের কথা জানিয়ে দিয়েছেন।  গত নির্বাচনে ১৬ দশমিক ৪ শতাংশ ভোটার এভাবে ভোট দিয়েছিল।

এই ভোটের মাধ্যমেই জানা যাবে প্রধানমন্ত্রী থেরেসা মে আবারও ক্ষমতা ফিরে পাবেন নাকি তাকে লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, ব্রেক্সিটের ঠিক পরেই লেবারদের থেকে যে ২০ পয়েন্টে এগিয়ে ছিল টেরেসা মে তা কমতে কমতে ব্যবধান এখন মাত্র এক পয়েন্টের সামান্য বেশি। দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

২০২০ সাল নাগাদ দেশের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ব্রেক্সিট ইস্যুতে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন থেরেসা মে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!