• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোট বর্জনের প্রশ্নই আসে না: বিএনপি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০১৬, ০৮:০৬ পিএম
ভোট বর্জনের প্রশ্নই আসে না: বিএনপি

নারায়ণগঞ্জ: বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে ফল ঘোষণা পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২১ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।।

তিনি বলেন, ‘ভোট শেষ না হওয়া পর্যন্ত ওখানে ভোট কেন্দ্রে বিএনপির যারা পোলিং এজেন্ট আছেন, তারা কেউ সরে আসবেন না। ভোটের সময় পর্যন্ত ভোট নিশ্চিত করে সেখান থেকে ফিরে আসবেন। ভোট বর্জনের কোনো প্রশ্নই আসে না।’

রিজভী বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ। তবে নির্বাচনকে প্রভাবিত করতে নির্বাচনী এলাকার আশপাশে অবস্থান করছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। তাই ভোটদানের পরিবেশ নিরাপদ করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল কাইয়ুম, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা সেলিম ভুঁইয়া, এবিএম মোশাররফ হোসেন, মনির হোসেন, আবদুল আউয়াল খান, আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!