• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোটাধিকার হারাতে পারেন বুবলী-মিম, শুভ-শাকিল


বিনোদন প্রতিবেদক জুলাই ২২, ২০১৮, ০৩:৫৫ পিএম
ভোটাধিকার হারাতে পারেন বুবলী-মিম, শুভ-শাকিল

ঢাকা : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটাধিকার হারাতে পারেন জনপ্রিয় তারকারা। কারণ দীর্ঘদিন ধরে তারা সমিতির চাঁদা পরিশোধ করেননি। এ তালিকায় রয়েছেন, সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী, বিদ্যা সিনহা সাহা মিম ও আরেফিন শুভ।

এছাড়াও একসময়ের শীর্ষ নায়ক শাকিল খানও দীর্ঘদিন ধরে চলচ্চিত্র শিল্পী সমিতির চাঁদা দিচ্ছেন না। এ বিষয়ে সমিতির পক্ষ থেকে একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবু তারা চাঁদা দেননি।

সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্য যদি তিন মাস চাঁদা না দেন, তাহলে তাঁর সদস্য পদ স্থগিত করা হয়। আর ছয় মাস চাঁদা না দেওয়া হলে ভোটাধিকার স্থগিত করা হয়।

চলচ্চিত্র শিল্পীদের অধিকার নিয়ে কাজ করছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। শিল্পীদের দেওয়া মাসিক চাঁদায় সমিতির কার্যক্রম পরিচালনা করা হয়।

অফিসে মোট চারজন কর্মচারী রয়েছেন যাঁরা বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। এই সমিতিতে এখন  মোট ৪০১ জন সাধারণ সদস্য রয়েছেন। আজীবন সদস্য রয়েছেন ৪৭ জন শিল্পী।

২০১৭ সালের ৫ মে অনুষ্ঠিত হয় এই সমিটির নির্বাচন। আবার ২০১৯ সালের মে মাসে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’ নিবার্চন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ভোটাধিকার হারাতে পারেন বুবলী, মিম, আরিফিন শুভসহ আরো অনেক শিল্পী।

জানা গেছে, অনেক শিল্পী গত ১৯ মাস ধরে সমিতির নির্ধারিত চাঁদা দিচ্ছেন না। অনেক শিল্পী প্রায় দেড় বছর ধরেই চাঁদা দিচ্ছেন না।

সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো সদস্য যদি তিন মাস চাঁদা না দেন, তাহলে তাঁর সদস্য পদ স্থগিত করা হয়। আর ছয় মাস চাঁদা না দেওয়া হলে ভোটাধিকার স্থগিত করা হয়।

যেহেতু ১৯ মাস ধরে অনেক শিল্পীই চাঁদা দেননি, তাই তাঁরা সদস্যপদ হারাতে পারেন। আর এ তালিকায় রয়েছেন শবনম বুবলী, বিদ্যা সিনহা সাহা মিম, আরেফিন শুভ ছাড়াও এই তালিকায় রয়েছেন কাজী মারুফ, হেলাল খান, ডি এ তায়েব, ড্যানি সিডাক, ডলি জহুর, জাহিদ হাসান, মাহফুজ আহম্মেদ, আহমেদ শরিফ, ইলিয়াস কোবরা, শাকিল খান ও মিষ্টি জান্নাতসহ অনেকে।

শিল্পী সমিতির অফিস সহকারী জাকির হোসেন জানিয়েছেন, সমিতির পক্ষ থেকে শিল্পীদের কাছে বারবার লোক পাঠানো হয়েছে। চিঠি দিয়েও জানানো হয়েছে। তারপরও অনেকে চাঁদা দিচ্ছেন না।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!