• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোলায় পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষ : নিহত ১


ভোলা প্রতিনিধি মে ২৬, ২০১৬, ১১:০৩ পিএম
ভোলায় পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষ : নিহত ১

ভোলা সদরের রাজাপুরে আসামি গ্রেফতারের ঘটনা নিয়ে পুলিশের সঙ্গে এলাকাবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নোমান (২৫) নামে একজন নিহত হয়েছেন।

ভোলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মামুনুর রশিদ জানান, বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় একটি রাজনৈতিক মামলায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজাম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুদ্ধ হয়ে উঠে। একপর্যায়ে পুলিশ জনতা-ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ ঘটনা ঘটে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে গুলিবিদ্ধ হয়ে নোমান মারা যান। নোমান ওই এলাকার বেলাল জমাদারের ছেলে।

তিনি আরও জানান, এই ঘটনায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন গ্রামবাসী।

এ প্রতিবেদন লেখা অবধি পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!