• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভ্যানচালক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন


মেহেরপুর প্রতিনিধি জুলাই ৯, ২০১৮, ০৭:৫১ পিএম
ভ্যানচালক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

মেহেরপুর : ভ্যানচালক খবীর হোসেন (৩৮) হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ জুলাই) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- জোড়পুকুরিয়া গ্রামের আবু জেহেলের ছেলে রবিউল ইসলাম, সাবান আলীর ছেলে অক্কাস আলী, ও আইয়ুব আলীর ছেলে বিপ্লব।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১১ নভেম্বর রাতে ভ্যানচালক খবির বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন সকালে জোড়পুকুর গ্রামের প্রধান সড়কের পাশ থেকে মাথায় কোপ লাগা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ১২ নভেম্বর গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার ভাই আছের আলী। ওই মামলায় আজ রায় ঘোষণাকালে তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাজী শহিদুল ইসলাম বলেন, বাদিপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!