• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে গর্ভধারণ বেড়েছে


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০২:৩৬ পিএম
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে গর্ভধারণ বেড়েছে

ঢাকা: ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস উপলক্ষে যুক্তরাজ্যে নারীদের গর্ভধারণের হার বেড়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য অধিদফতর (এনএইচএস)।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দফতর হাসপাতলগুলোর ওপর এক জরিপ করে দেখেছে, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারির পরিসংখ্যানে দেখা গেছে, এদিনটি উপলক্ষে সেখানে গর্ভধারণের সংখ্যা ৫ শতাংশ বেড়ে গেছে। তবে গর্ভধারণের হার ক্রিসমাসকে ছাড়াতে পারেনি।

সাধারণত প্রতি সপ্তাহে গড়ে ১৫ হাজার ৪২৭টি গর্ভধারণের ঘটনা ঘটে। ভালোবাসা দিবসের সপ্তাহে গর্ভধারণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৬ হাজার ২৬৩টি।

এনএইচএসের উপাত্ত বলছে, ভ্যালেন্টাইনস ডের চেয়ে ক্রিস্টমাসে গর্ভধারণের হার এখনো বেশি। এ ছাড়া ঈদুল ফিতরের সময়ও গর্ভধারণ অন্য সময়ের চেয়ে বেশি ঘটে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!