• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভ্রাম্যমাণ আদালত চাইলেই পুলিশ পাবেন


নিউজ ডেস্ক জুলাই ২৭, ২০১৭, ০৩:৩৮ পিএম
ভ্রাম্যমাণ আদালত চাইলেই পুলিশ পাবেন

ঢাকা: ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য চাওয়ামাত্রই পুলিশ পাওয়া যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ডিসি সম্মেলন চলাকালে তিনি বলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আজ বলে এসেছেন, পুলিশ লাইনে চাওয়ামাত্রই ডিসি সাহেবরা পুলিশ পাবেন। 

বৃহস্পতিবার(২৭ জুলাই) সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় এই প্রতিশ্রুতি দেন মন্ত্রী। পরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ লাইনে সব সময় পুলিশ থাকে। শুধু পুলিশই নয়, আনসারও থাকে—যখন যাকে চাওয়া হবে, তাকেই পাওয়া যাবে।

আলোচনায় জেলা প্রশাসকেরা বলেছেন, কোনো কোনো সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পর্যাপ্ত পুলিশ পাওয়া যায় না। এ আদালতের জন্য সব সময় যেন কমপক্ষে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ সদস্যের দল প্রস্তুত রাখা হয়। মূলত এই প্রস্তাবের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই প্রতিশ্রুতি দেন।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!