• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মইনুল হোসেনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা


ভোলা প্রতিনিধি অক্টোবর ২২, ২০১৮, ০৭:২৪ পিএম
মইনুল হোসেনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

ছবি: সোনালীনিউজ

ভোলা : নারী সাংবাদিককে কটুক্তির অভিযোগে ভোলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। এ মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে জুডিসিয়ালি তদন্ত  দিয়েছে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।  

সোমবার (২২ অক্টোবর) দুপুরে ভোলা যুব মহিলা লীগ আহবায়ক খাদিজা আক্তার স্বপ্না বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির একাত্তর জার্নাল নামে একটি টকশোতে প্রখ্যাত সাংবাদিক মাসুদা ভাট্টিকে অবমাননা করে বক্তব্য দেন মইনুল হোসেন। যার মাধ্যমে নারীদের মর্যাদাকে হেয় করা হয়েছে। তার বক্তব্য মানহানিকর। মামলায় ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক শরীফ মোহাম্মদ ছানাউল হক মামলাটি গ্রহণ করে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে জুডিশিয়ালি তদন্ত দিয়েছে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আগামী ২৫ অক্টোবর তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!