• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঈন-ঝড়ে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৯:০৯ পিএম
মঈন-ঝড়ে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা: মঈন আলী ঝড়ে দিশেহারা হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার ৪১ বলে ফিফটি করেন মঈন আলী। তখনও ক্যারিবিয়ানরা জানত না কী ঝড় অপেক্ষা করছে তাদের জন্য। ৫০ থেকে ১০০ রানে পৌঁছতে রীতিমতো বিধ্বংসীরুপে আবির্ভূত হলেন মঈন। ৫৩ বলেই পেয়ে গেলেন সেঞ্চুরি।

মাঝের ১২ বলে তাণ্ডব বয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ওপর দিয়ে। মাত্র ১২ বলেই নিজের দ্বিতীয় ফিফটি তুলে নিলেন মঈন। তাঁর ঝড়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩৬৯ রান করেছে ইংল্যান্ড। এ প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে। ক্রিস গেইল ২০ ও শাই হোপ ৬ রান নিয়ে ব্যাট করছেন।

মঈন প্রথম ৩৯ বলে ৩৯ রান করেন। আসল ঝড় শুরু হয় ৪৫তম ওভারে। মিগুয়েল কামিন্সকে টানা দুই ছক্কা মেরে পৌঁছালেন ফিফটিতে। পরের তিন বলে ২, ৪, ৬।
ঝড়টা বেশি গেছে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের ওপর দিয়ে। পরের ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেলেন মঈন। এবার ছক্কার হ্যাটট্রিক! পরের ওভারেই কামিন্সকে ফিরে পেতেই আবার দুই ছয়। তাতেই পেয়ে গেলেন সেঞ্চুরি, মাত্র ৫৩ বলে।

ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। ঝড়ের শুরুটা আর এক-দুই ওভার আগে হলেই, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে জশ বাটলারের ৪৬ বলের রেকর্ডটি ভেঙে যেতে পারত। মঈনের কল্যানেই ২১৭ রানে ৬ উইকেট হারিয়েও ৩৬৯ রান করতে পেরেছে ইংল্যান্ড।

শেষ অবধি ৫৭ বলে সাত চার আর আট ছক্কায় ১০২ রান করে আউট হন এই অলরাউন্ডার। ৭৯ বলে ৮৪ রান করেছেন জো রুট, ৬৩ বলে ৭৩ রান এসেছে বেন স্টোকসের ব্যাট থেকে। শেষ ১০ ওভারে ১২৩ রান করেছে ইংল্যান্ড। ৮২ রানে ৩ উইকেট নিয়েছেন কামিন্স।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!