• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মক্কায় এবার হজে যেতে পারছেন না ইরানীরা


আন্তর্জাতিক ডেস্ক মে ২৯, ২০১৬, ০৬:৫৭ পিএম
মক্কায় এবার হজে যেতে পারছেন না ইরানীরা

ইরানী জনগণ এবারে মক্কায় হজে যেতে পারছে না। ইরানের সংস্কৃতিমন্ত্রী আলী জান্নাতি রোববার এ কথা জানিয়ে বলেন, এ জন্যে সৌদি আরবের সৃষ্ট প্রতিবন্ধকতা দায়ী।
তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে হজ নিয়ে পরপর দুটি বৈঠক ফলাফল ছাড়াই শেষ হয়। সৌদি আরবের বাধার কারণে চলতি বছর ইরানী হাজীরা হজে যেতে পারছেন না।
চলতি বছর সেপ্টেম্বরে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সৌদি কর্মকর্তারা বলছেন, শুক্রবার ইরানী প্রতিনিধিদল সৌদিতে তাদের সফর শেষ করে। কিন্তু এ সফরকালে হজের বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
সৌদি’র হজ মন্ত্রণালয় বলছে, দু’দিনের বৈঠকে তারা অনেকগুলো প্রস্তাব রেখেছিলেন। কিন্তু শেষপর্যন্ত চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
চলতি বছর জানুয়ারিতে সৌদি আরব বিখ্যাত এক শিয়া ধর্মীয় নেতার ফাঁসি দেয়ার পর ইরানীরা তেহরানে সৌদি দূতাবাসে হামলা ও অগ্নিসংযোগ করে। এরপর রিয়াদ ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এছাড়া আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে শিয়াপন্থী ইরানের সাথে সুন্নী সংখ্যাগরিষ্ঠ সৌদি আরবের বিরোধ রয়েছে।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!