• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মক্কায় হোটেলে ভয়াবহ আগুন


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২১, ২০১৭, ০৫:০২ পিএম
মক্কায় হোটেলে ভয়াবহ আগুন

ঢাকা: সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর আল-আজিজিয়া জেলার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত ব্যবস্থা নেয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দেশটির সরকারী কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটি দিয়েছে আরব নিউজ। 

সোমবার (২১ আগস্ট) অগ্নিকাণ্ডের এ ঘটনায় ওই হোটেল থেকে সিভিল ডিফেন্স সার্ভিসের সদস্যরা অন্তত ৬০০ তুর্কি ও ইয়েমেনি হজযাত্রীকে উদ্ধার করেছেন।

মক্কার বেসামরিক প্রতিরক্ষা মহা-অধিদফতরের মুখপাত্র মেজর জেনারেল নায়েফ আল-শরিফ বলেন, ১৫ তলা বিশিষ্ট হোটেলটির অষ্টম তলার একটি কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত। ওই হোটেলটিতে ইয়েমেন এবং তুরস্কের অন্তত ৬০০ হজযাত্রী ছিলেন।

তিনি বলেন, হোটেলের সব অতিথিকে উদ্ধার করা হয়েছে। কোনো ধরনের হতাহত ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অগ্নিকাণ্ডের এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান শরিফ। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!