• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঙ্গলের মাটিতে নাসার সেলফি


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক জুন ১৭, ২০১৬, ০৪:৪২ পিএম
মঙ্গলের মাটিতে নাসার সেলফি

মঙ্গলে গিয়ে কাজের ফাঁকে আরও দুটো সেলফি পাঠালো মার্কিন মহাকাশ গবেষণা নাসার কেন্দ্র নাসার যন্ত্র মানব রোবার কিউরিওসিটি৷ মঙ্গলের মাউন্ট শার্প পর্বতের উপর খোঁড়া গর্ত অকরুসোকে সঙ্গে নিয়েই এই নিজস্বী পাঠিয়েছে যন্ত্র মানবটি৷ এছাড়া ছবিটিতে কিউরিওসিটির বাঁ দিকে অকরুসো ছাড়াও দেখা যাচ্ছে অপর একটি গর্তকে৷ দুটি থেকেই বেড়িয়ে এসেছে গ্রে রঙের মাটি৷ যা পরীক্ষা করে দেখবে খোদ কিউরিওসিটি৷
জানা গেছে দুটি সেলফি বা নিজস্বীই তোলা হয়েছে কিউরিওসিটির সাত ফুট লম্বা হাতের শেষ প্রান্তে থাকা ক্যামেরার মাধ্যমে৷ ২০১২ সালের আগস্ট মাসে মঙ্গলে অবতরণের পর থেকেই কিউরিওসিয়ির গবেষণার অন্যতম স্থান ছিল মঙ্গলের পর্বত৷ কিন্তু প্রথমেই এই উপরে উঠতে পারেনি সে৷ ২০১৩ সালের জুলাই মাসে মঙ্গলের মাটি ছেড়ে উপরে উঠতে শুরু করেছিল কিউরিওসিটি৷ ২০১৪ সালের সেপ্টেম্বরে পোঁছায় পর্বতের পাদদেশে৷ তারপর থেকেই বিভিন্ন সময়ে সেলফি পাঠিয়েছে লাল গ্রহের দেশে থাকা এই যন্ত্র মানব৷ সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!