• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘মধ্যম আয়ের দেশ হতে অনেক কাজ করতে হবে’


মুন্সীগঞ্জ প্রতিনিধি অক্টোবর ৯, ২০১৬, ০৯:৪৮ পিএম
‘মধ্যম আয়ের দেশ হতে অনেক কাজ করতে হবে’

শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে রোববার (৯ অক্টোবর)  সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বড় শিকারপুর এলাকার দূর্গা মন্দির পরিদর্শন করেন আ’লীগের সাধারন সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে মন্দির কর্তৃপক্ষ আয়োজিত এক  এক ভ্রাতৃ-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

এসময় প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে হিন্দু-মুসলামনের মধ্যে কোন বিভেদ নেই। 

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে, উচ্চ আয়ের দেশে পরিনত করতে হলে অনেক অনেক কাজ করতে হবে। এজন্য সবার আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। এ সময় তিনি উপস্থিত সকলের শারদীয় শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, কেন্দ্রীয় আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: বদিউজ্জামান ডাব্লিউ, দূর্গা মন্দিরের সভাপতি শ্যামল রায় প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!