• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মনকাড়বে ওয়ার্ডব্রিজ স্কুল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০১৭, ১২:২২ পিএম
মনকাড়বে ওয়ার্ডব্রিজ স্কুল

ঢাকা: রাজধানীর অলিতে গলিতে গড়ে উঠেছে হাজার হাজার স্কুল। যেগুলোর অধিকাংশই এক একটি বিল্ডিংয়ের ফ্লাট ভাড়া নিয়ে চালাচ্ছে পাঠদান কার্যক্রম। যেখানে শিক্ষার্থীদের জন্য নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। বিশেষ করে খেলার মাঠ, স্যানিটেশন এবং খোলা পরিবেশ, সেই সাথে নেই অভিজ্ঞ শিক্ষক। এক্ষেত্রে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো একটু ব্যতিক্রম দেখা যায়। ওইসব স্কুলের মধ্যে ধানমন্ডির ‘ওয়ার্ডব্রিজ স্কুল’ আরও একটু ব্যতিক্রম!

কেন ব্যতিক্রম বলছি, তা ছবিতে দেখলেই বুঝা যাবে। চলুন ছবিতে দেখি স্কুলের পরিবেশ- ছবি তুলেছেন নূর-ই- মোহাম্মদ রওশন জামিল।

ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড থেকে ১’শ গজ পশ্চিমে হাঁটলেই ডান পার্শ্বে ৬২ (নতুন) নং বাড়ির সুদৃশ্য সবুজ রঙের গেট; এটিই স্কুল গেট।

গেট পেরুলেই স্কুল আঙ্গিনা। সবুজের সমাহার। এখানেই রয়েছে ব্যাডমিন্টন খেলার কোর্ট।

শ্রেণিকক্ষে মনযোগ দিয়ে শিক্ষকের কথা গিলছিল! কিন্তু, ক্যামেরা দেখে পোজ দিতেও ভোলেনি শিক্ষার্থীরা।

ক্লাসের ফাঁকে শিক্ষিকারা তাদের রুমে ব্যস্ত সময় কাঁটাচ্ছিলেন। এমন সময় ক্যামেরার ফ্ল্যাস।

ঘোড়ায় চড়ে খুব ব্যস্ত। কারো সঙ্গে কথা বলার অবকাশ নেই। তাইতো ক্যামেরা দেখেও সেদিকে তাকালেন না!

স্কুলের প্রিন্সিপাল সেবা তাসনিম হক তার কার্যালয়ে। সদা হাস্যোজ্জল থাকলেও মাঝে মাঝে অনেক কড়া হতে দেখা যায় তাকে!

ক্লাস শেষে বাইরে যাচ্ছে শিক্ষার্থীরা। এমন সময় তাদের নির্দেশনা দিচ্ছেন এক শিক্ষক ও শিক্ষিকা।

এই গোলটেবিলেই দুষ্টুমি করতে দেয়া হয় প্লে-বেবি ক্লাসের শিশুদের। আর পাশের দেয়ালের সাদা পর্দাতেই তাদের খেলার ছলে শিক্ষা দেয়া হয়।

ক্লাস নয় এটা দুষ্টুমির মহারাজ্য!

এখানে স্কুলের বড় ভাই-বোনদের আড্ডা দেয়ার জায়গা। সাথে আইসিটি রুম।

ক্লাস নিচ্ছেন ম্যাডাম, আর বুঝাচ্ছে ছাত্র। ইংরেজির চেয়ে এরা বাংলাতে কথা বলতেই ভালোবাসে।

দুষ্টুমি করবা, তো এখানে এসো।

ওরা মনযোগী। পরীক্ষা দিচ্ছে- প্রশ্নের জবাবে বলে কী জানেন? ‘ম্যাম, আমাকে মারবে মানে! আমিতো সব পড়াই করি।’

সেই আঙ্গিনায় অভিভাবকদের অপেক্ষা...

সোনালীনিউজ/ঢাকা/এআই 

Wordbridge School
Link copied!