• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মনের আদালতের রায়ে আমি পাগল নই


মো. গোলাম মোস্তফা (দুঃখু) জুলাই ২৫, ২০১৮, ১১:২৮ এএম
মনের আদালতের রায়ে আমি পাগল নই

মনের আদালতের রায়ে আমি পাগল নই

মো. গোলাম মোস্তফা (দুঃখু)

এত কিছুর মাঝেও ভালো নেই,
ভালো থাকার জন্য কত অভিনয় ।

মনের হাসি মুখে আসে ,
ভালো থাকার জন্য ।

কেউ বলে আমি হাসির রাজা ,
আমি বলি আমি সমাজের বোঝা ।

ভালো থাকার জন্য কখনো চেষ্টা করিনি ,
কেন ভালো থাকবো ?
জীবন শেষে আমি আমার,
কেউ তো আমার জন্য অপেক্ষা করে না।

শেষ বেলায় মনে হলো!
ভালো থাকার জন্য কার কাছে যাবো,
নিজের চাওয়া পাওয়া গুলো কাকে বলবো ।

সবার বলার মতো মানুষ আছে ,
আমার যে বলার মতো কেউ নেই ।

অভিনয় নামক জীবনে,
ছোট একটি গৃহ আছে!
মনের আয়নার ভিতর ।

কষ্ট নেই মনের গৃহে ,
সুখ নেই চোখের চাওয়াতে ।

কাকে দেখবো আলোর ঝলকের মাঝে,
সবাই আমার পর মনের গৃহের মাঝে ।

রাস্তা গুলো সাপের মতো,
তাদের ইচ্ছে মতো আমায় নাচায় ।

কোন দিকে যাবো,
মনে নেই তো ঠিকানা।

কেন থাকবে মনের ঘরে!
আগুন ঠিকানার গল্প শেষ করলো,
নিজের সুখের জন্য ।

ঘৃণা করি সুখ !
পছন্দ করি কষ্টের নাচন ।

ওরে তোরা কই,
দিন দুপুরে ডাকাত এসেছে !
সুখের বাজার নিয়ে গেছে।

ওদের যেতে দে মনের আনন্দে !
ভালো আছি দেখবে তোমরা,
জানি তোমরা সুখ পাগল মানুষ ।

যাও যাও এখান থেকে,
একটু পর কষ্টের নাচন শুরু হবে।

দেখবে তোমরা পাগলের কষ্টের নাচন,
সবাই বলে আমি পাগল ।
আমার মনের গৃহে,
পাগল নাচন হয় না গো ।

আমার কষ্ট আছে,
ছোট দেহের মাঝে ।

যৌবনের নায়ক আমি ,
সামাজের সবার চোখে ।

মনের আদালতে আমি কার মালিক !
সমাজ তুমি কি বলবে আমায় ।

আমি মনের আদালতে তার ঘরের মালিক,
যে আমার পাশে থাকে ছায়া হয়ে ।

বলার মতো আছে মনের আদালত,
শুনার মতো অপেক্ষা কারো নেই !
আমি আরিফ মনসুর যৌবন ঘাটের মাঝি ।

সমাজের মুখোশে আমি পাগল,
মনের আদালতের রায়ে আমি পাগল নই।

বিচার হলো রায় এলো,
পাগল কেন বলে আমায় !
জানো কি তোমরা ভাই ?

মন গৃহের আদালতে ন্যায় বিচারক বসে,
শুনে কথা বিচার সভায় ।

লেখক: বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!