• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা

মন্ত্রিসভায় অনুমোদন পেল বাজেট


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০১৭, ০২:১৩ পিএম
মন্ত্রিসভায় অনুমোদন পেল বাজেট

ঢাকা : ২০১৭-২০১৮ অর্থ বছরে দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেটের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাজেটের আকার নির্ধারণ করা হয় ৪ লাখ ২৬৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (০১ জুন) সকাল ১০টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে অনুমোদন দেওয়া হয়। বৈঠক চলে বেলা ১টা পর্যন্ত। এবারের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা।

এর পর বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট উপস্থাপন শুরু করেছেন। একই সঙ্গে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করবেন তিনি।

আওয়ামী লীগ সরকারের ১৮তম বাজেট এবং বাংলাদেশের ইতিহাসে ৪৬তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের বাজেটকে অর্থমন্ত্রী তার ‘বেস্ট’ বাজেট  হিসেবে আখ্যায়িত করেছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!