• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মন্ত্রীকে ‌‌বানর বলে বিপদে মালিঙ্গা


ক্রীড়া ডেস্ক জুন ২৩, ২০১৭, ০৩:৫৬ পিএম
মন্ত্রীকে ‌‌বানর বলে বিপদে মালিঙ্গা

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নেয়া শ্রীলঙ্কান দলের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা। জবাবে মন্ত্রীকে মন্ত্রীকে বানরের সাথে তুলনা করেছিলেন লাসিথ মালিঙ্গা। এতে বোধহয় বিপদে পড়তে যাচ্ছেন এই তারকা পেসার। এরইমধ্যে তার বিরুদ্ধে তদন্তে নেমেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।  

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দলের খেলোয়াড়দের কড়া সমালোচনা করেছিলেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী দয়াসিরি। খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দলে ‘গামলার মতো ভুঁড়িওয়ালা’ কিছু খেলোয়াড় আছে, যারা নড়তে-চড়তে পারে না। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে বাদ পড়েছে।’

মালিঙ্গা তাই ধরে নিয়েছেন মন্ত্রীর ‘বাণী’ তাকে উদ্দেশ্য করে। জবাবে তিনি বলেছিলেন, ‘বাইরে থেকে যারা নানা কথা বলে, খেলাটি সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই। তাই তারা ক্যাচ মিস হলে বলে ক্রিকেটারদের ফিটনেস নেই। কিন্তু আমি তাদের বলতে চাই, বিশ্বের সেরা ফিল্ডারেরও ক্যাচ মিস হয়।’

‘যারা শুধু চেয়ার গরম করতে জানে, আমি তাদের সমালোচনা পাত্তা দেই না, ‘মন্তব্য করে মালিঙ্গা বলেন, ‘তোতাপাখি কীভাবে বাসা তৈরি করে তা একটা বানর কীভাবে বুঝবে? ব্যাপারটা এমন যে একটা বানর তোতাপাখির বাসায় ঢুকে সে বিষয়ে কথা বলছে।’

মালিঙ্গার মন্তব্যর জবাবে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এমন মন্তব্য বোর্ডের সাথে চুক্তিভঙ্গের সামিল। আমি খেলোয়াড়দের সমালোচনা করেছি। মালিঙ্গার নাম তো করিনি। সে নিজেই নিজেকে টেনেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে ওর যে চুক্তির ধারা, সে শর্ত লঙ্ঘন করেছে ও।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!