• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মন্ত্রীর বোন নিয়ে পালিয়েছে যুবক


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৩০, ২০১৮, ০৪:১০ পিএম
মন্ত্রীর বোন নিয়ে পালিয়েছে যুবক

ঢাকা: ভারতের উত্তর প্রদেশের মন্ত্রীর এস পি সিং বাঘেলের বোনকে নিয়ে এক বাংলাদেশি যুবক উধাও হয়েছেন। মন্ত্রীর পরিবার ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, প্রেমের ফাঁদে ফেলে ১৬ বছর বয়সী ওই কিশোরীকে নিয়ে পালিয়েছেন তিনি। 

সম্পদ অধিকারী নামের ওই যুবক বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা। সেখান থেকে ভারতে গিয়ে উত্তরপ্রদেশের প্রভাবশালী মন্ত্রীর বোনকে নিয়ে পালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই যুবককে খুঁজছে পুলিশ।

ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিনসহ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্পদ অধিকারী নামের ওই যুবক প্রেমের ফাঁদে ফেলে ওই কিশোরীকে নিয়ে ১২ দিন আগে পালিয়েছে। ওই যুবক উত্তরপ্রদেশ থেকে মন্ত্রীর বোনকে নিয়ে পালিয়ে আসে উত্তর২৪পরগনায়। প্রথমে বারাসতে এসে ঠাঁই নিলেও পরে আর তাদের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে বোনকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। রাজ্যজুড়ে দুইজনের ছবি টানানো হয়েছে। কিশোরীর খোঁজে ভারত-বাংলাদেশের সীমান্তেও নজরদারি চলছে।

তবে সম্পদ অধিকারীর আত্মীয়স্বজনরা বলছেন, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে উত্তপ্রদেশে পাড়ি জমায় সম্পদ। সেখানে গিয়ে বারাসতের কানাপুকুর এলাকায় জমি কিনে বাড়ি করে। তারপর সেই বাড়ি ভাড়ায় দিয়ে উত্তরপ্রদেশে বোনের কাছে চলে যান তিনি।

নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে ভগ্নিপতির ওষুধের দোকানে বসতেন সম্পদ অধিকারী। এলাকায় হাতুড়ে ডাক্তার হিসেবে নামডাকও হয়। সেখান থেকেই মন্ত্রীর বোনের সঙ্গে পরিচয় তার।

মন্ত্রীর ভাই নীরজ সিং বলেন, সম্পদের সম্পর্কে সব তথ্য জোগাড় করেছেন তারা। বাংলাদেশে সম্পদের বাবা-মা থাকেন। সেখানে ইতি অধিকারী নামে এক স্ত্রীও রয়েছে সম্পদের। তা সত্ত্বেও মন্ত্রীর ১৬ বছরের বোনকে নিয়ে পালিয়েছেন। নিজেকে খুব বড়লোক বলে পরিচয় দিয়েছিলেন সম্পদ। 

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!