• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘মর্গান কালোতালিকা ভুক্ত হবে না’


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০১৬, ১১:০০ এএম
‘মর্গান কালোতালিকা ভুক্ত হবে না’

বাংলাদেশ সফরের ব্যাপারে আগেই ক্রিকেটারদের উপর দ্বায়িত্ব ছেড়ে দেয়া হয়েছে। সেখানে নিরাপত্তার অজুহাত তুলে সরে পড়েন অধিনায়ক ইয়ন মর্গান। আর এ নিয়ে রাজ্যের সমালোচনায় পড়তে হয় তাকে। তাকে ঘিরে অগ্রিম মন্তব্য জাতীয় দলে আর নাও ফিরতে পারেন এই ইংলিশ ক্রিকেটার। কিন্তু রোববার সবার জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেট প্রধান এন্ড্র স্ট্রস। তিনি পরিস্কার জানিয়েদিয়েছেন কালোতালিকা ভুক্ত হবে না মর্গান। 

সাবেক অধিনায়ক স্ট্রস বলেছেন, সফরে না যাওয়ায় এ জুটির বিপক্ষে কোন সিদ্ধান্ত নেয়া হবে না। তবে বাংলাদেশর পর আসন্ন ভারত সফরে ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দেবেন মরগানই।
এদিন বিবিসি রেডিওকে স্ট্রস বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি কাউকে জোর করা হবে না।

ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট ডিরেক্টর আরো বলেন, ‘বিষয়টি এমন নয় যে, না যাওয়া খেলোয়াড়দেরকে কালোতালিকা ভুক্ত করা হবে এবং ভবিষ্যতে তাদেরকে আর দলে নেয়া হবে না।’

‘দু’জনেই বিশেষ করে মরগান গত এক বছর যাবত ইংল্যান্ডের হয়ে দারুণ পারফরমেন্স করে আসছেন। কেউ কেউ হয়তোবা দলে এসে অবিশ্বাস্য ভাল করতে পারে। তবে মরগান পুনরায় অধিনায়ক হিসেবেই এবং হেলসও দলে ফিরবেন।’

দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড দল। তবে গত জুলাইয়ে গুলশানে সন্ত্রাসী হামলার পর এ সফর নিয়ে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছিল। তবে ইসিবি প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকাসন বাংলাদেশ সফরে এসে এখানকার নিরাপত্তার সার্বিক বিষয় দেখে সন্তোষ প্রকাশ করলে সফর চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইংল্যান্ড কর্তৃপক্ষ। তবে ডিকাসনের নিশ্চয়তার সিদ্ধান্তের প্রতি মরগান ও হেলস সম্মান না দেখানোয় খুশি নন স্ট্রস। তবে উভয়ের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান রয়েছে স্ট্রসের।

স্ট্রস বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য তারা উভয়েই যথেষ্ট পরিপক্ক। সবকিছু বিবেচনা করেই একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাদেরকে আমরা জোর করতে পারিনা।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!