• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মসজিদ থেকে কাফনের কাপড় উদ্ধার


সাতক্ষীরা প্রতিনিধি  নভেম্বর ৩০, ২০১৬, ০৬:০৮ পিএম
মসজিদ থেকে কাফনের কাপড় উদ্ধার

সাতক্ষীরা : সাতক্ষীরার শহরতলীর শাল্যে জামে মসজিদের ভেতর থেকে একটি কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। কাপড়টি একটি প্যাকেটের মধ্যে ছিলো। এঘটনায় মসজিদের ইমাম আব্দুল হামিদ বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর যোহরের নামাজের পর শাল্যে জামে মসজিদের ভিতরে থাকা মেম্বরের উপর একটি প্যাকেট দেখা যায়। প্যাকেটটি খুলে দেখা যায় তার ভিতরে একটি কাফনের কাপড় রয়েছে। এটি দেখার পর উপস্থিত মুসুল্লীসহ সাধারণ মানুষ ভীতু হয়ে পড়েন। পরে বিষয়েটি স্থানীয় ইউপি সদস্য এস এম রেজাউল ইসলামকে জানানো হয়। তার পরামর্শে ওই দিন সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে পুলিশ কাফনের কাপড়টি উদ্ধার করে তাদের কাছে জমা রেখেছেন।

ইউপি সদস্য এসএম রেজাউল ইসলাম বলেন, এলাকায় ঘাপটি মেরে থাকা নাকশকতাকারীরা ত্রাস সৃষ্টি করতে এ ধরনের কাজ করেছে। তিনি দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। মসজিদের ভেতর থেকে কাফনের কাপড় উদ্ধারের ঘটনায় এলাকার মুসুল্লীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তিনি।

সুপারিঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দআলী জানান, ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!