• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘মহল্লার গলিতে ক্রিকেট খেলা শুরু করেছিলাম’


ক্রীড়া ডেস্ক জুন ২৩, ২০১৭, ১২:৩২ পিএম
‘মহল্লার গলিতে ক্রিকেট খেলা শুরু করেছিলাম’

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকেই নিজের জাত চিনিয়েছিলেন। চ্যাম্পিয়নস ট্রফির অস্টম আসরে সেটি আরও একবার প্রমাণ করলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। ইংল্যান্ডে অনুষ্ঠিত মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে ১৩ উইকেট শিকার করে জিতলেন সোনার বল। অথচ এক সময় মহল্লার গলিতে ক্রিকেট খেলেছেন পাকিস্তানি পেসার হাসান আলী। ইএসপিএনক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে তার সরল স্বীকারক্তি এটাই।

বড় ভাই আতাউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাসান আলী বলেন, ‘আমি পাকিস্তানের যে কারোর মতোই ক্রিকেট খেলা শুরু করেছিলাম মহল্লার গলিতে। সে সময় আমাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছিলেন আমার বড় ভাই আতাউর রহমান।’

২৩ বছর বয়সী পেসার বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে বড় ভাই খুব বেশি দিন খেলতে পারেননি, তবে তিনি একজন ভালো ক্রিকেটার ছিলেন। তাকে দেখে আমি ক্রিকেট খেলা শুরু করি। আল্লাহ্‌র পর আমি কারও উপর বিশ্বাস এবং শ্রদ্ধা রাখলে তিনি হচ্ছেন আমার ভাই। আমি আজ সফল, তার জন্য। আমার জন্য তিনি সবকিছু উৎসর্গ করেছেন।’

হাসান বলেন, ‘আমি এমনভাবে ক্রিকেট খেলি যেন আমি একে উপাসনা করছি (I play cricket as if I worship it)। আম সবসময় ভাবি, আমাকে কখনও পরিকল্পনা থেকে পিছু হটা উচিত নয়। আমি একজন সাহসী পুরুষের মতো খেলতে চাই, ঠিক একটা সিংহের মতো।’

হাসান আলী আরও বলেন, ‘আমি ওয়াকার ইউনুস ভাইকে অনেক অনুসরণ করতাম। তার আগ্রাসী মনোভাব, বোলিং আমাকে মোহ জাগাত। তবে আমি সবসময় পরিস্থিতি অনুযায়ী বল করি। আপনার দক্ষতার সাথে আপনাকে মৈত্রী স্থাপন করতে হবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!