• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাকাশে তারার সংখ্যা বাড়ছে!


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০১৭, ১১:৪৯ এএম
মহাকাশে তারার সংখ্যা বাড়ছে!

ঢাকা: তারকা। মহাকাশকে করেছে অলঙ্করিত। সৃষ্টিকর্তার এই মহান সৃষ্টি বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের সামনে উপস্থাপিত হয়। আর তা মানুষের সামনে আসে বিজ্ঞান গবেষণার মাধ্যমে। বিজ্ঞানীরা বলেছে আগামী ২০২২ সাল নাগাদ মহাকাশের সদস্য সংখ্য বাড়বে একটি নতুন নক্ষত্রের মাধ্যমে। এই দাবি করেছে আমেরিকার একটি নক্ষত্র গবেষক। তারা বলছে, একই কক্ষপথে থাকা দুটি নক্ষত্রের বিস্ফোরণে এমনটা ঘটবে।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন যে, এই তারাটিকে খালি চোখেই দেখতে পাওয়া যাবে। সৃষ্টির পরে প্রথম ছয় মাস রীতিমতো দৃশ্যমান থাকবে এই তারকা। আর তারপরেই ধীরে ধীরে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে।

এখনও পর্যন্ত কোনও নামকরণ হয়নি এই 'মোস্ট এক্সপেক্টেড' তারাটির। এই নতুন তারাটিকে নিয়ে এবং তার সম্ভাব্য জন্ম বৃত্তান্ত নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে মহাকাশ গবেষক মহলে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!