• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাকাশে ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণ বিজয় দিবসে


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক মার্চ ৩১, ২০১৭, ১০:৫৫ পিএম
মহাকাশে ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণ বিজয় দিবসে

ঢাকা: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের জন্য বিশেষ একটি দিনও। এদিন প্রায় ৩৫০০ কেজি ভরের ‘বঙ্গবন্ধু-১’ কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হবে। ভূস্থির এই উপগ্রহটি অবস্থান করবে ভূ-পৃষ্ঠ থেকে ৩৫ হাজার ৭৬৮ কিলোমিটার উপরে। আর এর গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১১ হাজার ৬৮ কিলোমিটার। ভূস্থির কক্ষপথে কোনো বস্তুর ঘূর্ণন গতি পৃথিবীর আহ্নিক গতির সমান। অর্থাৎ পৃথিবী যে সময়ে একবার নিজ অক্ষে আবর্তন করে ঠিক একই সময়ে এই কৃত্রিম উপগ্রহটিও পৃথিবীকে একবার আবর্তন করবে। ‘বঙ্গবন্ধু-১’ কৃত্রিম উপগ্রহটির আয়ুষ্কাল ১৫ বছর। এই উপগ্রহ মহাকাশে পাঠাতে সমুদয় ব্যয় হচ্ছে ১৯৫১ কোটি টাকা।

আসছে বিজয় দিবসে ‘বঙ্গবন্ধু-১’ কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে স্পেস এক্সের ফ্যালকন-৯ রকেটের সাহায্যে। সম্ভাব্য উৎক্ষেপণ স্থান দুটি হচ্ছে কেনেডি স্পেস সেন্টার লঞ্চ কমপ্লেক্স-৩৯। অথবা কেপ কেনাভেরাল এয়ার ফোর্স স্টেশন স্পেস লঞ্চ কমপ্লেক্স-৪০। বিশ্ব গণমাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করতে পারে।

সোনালীনিউজডটকম/এন

Wordbridge School
Link copied!