• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মহাসড়কে ঝরলো চার প্রাণ


নিউজ ডেস্ক ডিসেম্বর ১০, ২০১৭, ১১:৪২ এএম
মহাসড়কে ঝরলো চার প্রাণ

প্রতীকী ছবি

ঢাকা: টাঙ্গাইলের কালিহাতী এবং পঞ্চগড়ে মহাসড়কে দুর্ঘটনায় দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। পৃথক এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।   

রোববার (১০ ডিসেম্বর) সকাল ৭টা ৫৫ মিনিটে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, এ ঘটনায় আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানালেও তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।   

ওসি বলেন, রংপুর থেকে ঢাকাগামী মীম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী চিনামাটি বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

অপরদিকে, সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা-দেবীগঞ্জ মহাসড়কের সদ্দারপাড়া কারকুন বাড়ির সামনে ট্রাকের নিচে চাপা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

নিহত নারীর নাম ফুলেরা বেগম (৬০)। তার বাড়ি উপজেলা সদরের সদ্দারপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ফুলেরা বেগম ধান শুকানোর কাজে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দেবীগঞ্জ থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করে। তবে চালক পালিয়ে যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি অবহিত আছেন বলে জানিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!