• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘মহাসড়কে রং সাইড দিয়ে মন্ত্রীও গাড়ি চালালে জরিমানা’


ফেনী প্রতিনিধি মে ২৭, ২০১৮, ০৪:৫৮ পিএম
‘মহাসড়কে রং সাইড দিয়ে মন্ত্রীও গাড়ি চালালে জরিমানা’

ফেনী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে রং সাইড দিয়ে যদি মন্ত্রীও গাড়ি চালান, তাহলে তাকেও জরিমানা করা হবে।

রোববার (২৭ মে) সকালে ফেনী সার্কিট হাউজে 'মহাসড়কে যানজট নিরসনে করণীয়' শীর্ষক আলোচনা সভায় পুলিশকে উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, মহাসড়কে যানজট কমাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আপনারা জানেন ফেনীর ফতেহপুর অংশে যে তীব্র যানজট সৃষ্টি হতো তা এখন নেই।

তিনি বলেন, ফতেহপুর ওভারপাসের ঢাকামুখী দুই লেন খুলে দেয়া হয়েছে। কিছুদিনের মধ্যে পুরোটা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এখন কুমিল্লার দাউদকান্দি এলাকায় যানজটের সৃষ্টি হয়। সেটিও দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন রাস্তার মেঘনা, গোমতী ও কাঁচপুরে এক লেন হয়ে যায়। ঢাকা থেকে আট লেন হয়ে আসলেও এখানে এক লেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!