• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহিউদ্দিন চৌধুরীর জানাজায় জনসমুদ্র


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৫, ২০১৭, ০৫:০৭ পিএম
মহিউদ্দিন চৌধুরীর জানাজায় জনসমুদ্র

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বাদ আছর নগরীর লালদিঘি ময়দানে এ জানাজা নামাজ আদায় করা হয়।

লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ জানাজা মূলত জনসমুদ্রে পরিণত হয়। লালদীঘির মাঠ ছাড়িয়ে রাস্তাসহ কয়েক বর্গকিলোমিটার এলাকায় জানাজার কাতার ছড়িয়ে পড়লেও অনেকেই স্থানাভাবে নামাজে অংশ নিতে পারেননি। লালদীঘি ও আশপাশ এলাকায় ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার উৎসুক মানুষের ভিড়ের কারণে তিলধারণের ঠাঁই ছিল না। 

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।

এর আগে বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয়। এরপর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। এখানে ভোর ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত লাইফ সাপোর্ট দিয়ে রেখেছিলেন। রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর শুনে রাতেই হাসপাতালের সামনে ভিড় করেন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!