• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মা ইলিশ ধরার অপরাধে তিন জেলের কারাদণ্ড


কুষ্টিয়া প্রতিনিধি অক্টোবর ১৩, ২০১৭, ০৩:৩২ পিএম
মা ইলিশ ধরার অপরাধে তিন জেলের কারাদণ্ড

কুষ্টিয়া: জেলার মিরপুরে মা ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত মানিক প্রামানিকের ছেলে একেন প্রামানিক (৪২), ইয়ার উদ্দিন প্রামানিকের ছেলে আকমাল হোসেন (৩৮), সাহেবনগর গ্রামের মৃত হান্নান মালিথার ছেলে মছিররুল ইসলাম (২৮)।

ইউএনও এসএম জামাল আহমেদ জানান, ভোরে বহলবাড়ীয়া পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় সরকারি আইন অমান্য করে পদ্মা নদীতে মাছ ধরার অপরাধে ২০ হাজার মিটার কারেন্ট জালসহ তিন জেলেকে আটক করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডা্দেশ দেওয়া হয় বলে জানান তিনি। এ সময় উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!