• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মা তোমাকে এক পলকের জন্যও ভুলিনি


ফেসবুক থেকে ডেস্ক জানুয়ারি ২১, ২০১৮, ১১:১১ এএম
মা তোমাকে এক পলকের জন্যও ভুলিনি

খবরদার....!!!!

প্রথম পর্ব-
একদম পানিতে নামবা না, বড় বড় ঢেউ তোমাকে টেনে নিয়ে যাবে.... সাবধান....!!! ২০০৮ এর সেপ্টেম্বর মাসের কোন একদিন সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে এস এম হলের বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলাম আমার মায়ের সঙ্গে, পরদিনই একটা কাজে দিন পনোরোর জন্য আমার কক্সবাজার যাওয়ার কথা ছিলো... এটা ছিলো তার সতর্কবার্তা...

২০০৯ এর মার্চের ৫ তারিখ মা আমাকে একা ফেলে চলে গেছে, তার জীবদ্দশায় আরো কয়েকবার সমুদ্রে গিয়েছি প্রত্যেকবার ই একই সতর্কবার্তা দিতো আমাকে।

যাই হোক, পরদিন সকালে রওয়ানা করে রাত সাড়ে এগারোটায় পৌঁছেছিলাম কক্সবাজারে। কাজ কর্ম শেষ করে রোজ সন্ধ্যায়ই বীচে যেতাম ঘুরতে...

তৃতীয় কিংবা চতুর্থ দিন সন্ধ্যায় মা'কে ফোন দিয়েছিলাম, এক কথায় দু কথায় বললাম, মা? সাগরের ডাক শুনবা? বলেছিলো সাগর কি ডাকে? আমি বললাম, হুম ডাকে.... বীচে গিয়ে আবার যখন ফোন দিয়েছি, রিসিভ করে সাগরের গর্জন শোনামাত্রই হাউমাউ করে কান্না জুড়ে দিয়েছিলো... আমি থামাতেই পারিনি যতোক্ষণ না দূরে সরে গিয়েছি.... এর পর যতোবারই সাগর পাড়ে গিয়েছি, রুটিন করে তাকে সাগরের গর্জন শোনাতে হতো.....

দ্বিতীয় পর্ব-
দশ বছর পর আজ সন্ধ্যায় নিজের দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে কেরালার কোভালাম বীচে দাঁড়িয়ে যখন সাগরের ঢেউ দেখছি আর তার গর্জন শুনছি, তখন কে যেন কানের কাছে এসে বলছে, আমাকে সাগরের ডাক শুনাবিনা...? নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, চোঁখ ফেটে বেরিয়ে আসা লোনা পানির অবাধ্য স্রোত থামানোর চেষ্টাও অবশ্য করিনি....মুখটা আকাশে তুলতেই দেখি চকচকে চাঁদ হাসছে আমার দিকে তাকিয়ে। কিন্তু আমার কাছে তা রূপ নিয়েছিলো আমার সর্বহারা মায়ের মুখে....!!!

যেখানেই থাকো, শোন? আমি এক পলকের জন্যও তোমাকে ভুলিনি মা, এখনো আমার প্রতিটি সকাল শুরু হয় তুমিহীন অসম্পূর্ণতায়....!!! খুব তাড়া ছিলো তোমার?

লেখাটি সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার, যুবায়ের ফয়সালের ফেসবুক থেকে নেয়া।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!