• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মা-মেয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


ঝালকাঠি প্রতিনিধি মে ২৪, ২০১৮, ০৮:১৬ পিএম
মা-মেয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ঝালকাঠি : জেলা সদর উপজেলায় শতদশকাঠী গ্রামে আলোচিত মা-মেয়ে জোড়া খুনের দায়ে স্বামী কমল কৃষ্ণ শীলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো তিন মাসের দণ্ডাদেশ প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে কমল কৃষ্ণ শীল তাঁর স্ত্রী রিতা রানী শীল ও সাত বছরের শিশু কন্যা বৃষ্টি রানী শীলকে গলা কেটে হত্যা করে। এ হত্যাকাণ্ডের পর কমল কৃষ্ণশীল ভোর রাতে ঝালকাঠি থানায় এসে হাজির হয়ে স্ত্রী ও কন্যাকে হত্যা করার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় নিহত রিতা রানী শীলের মা প্রিয় রানী শীল ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘদিন তদন্তের পরে ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম হাওলাদার আদালতে ২০১১ সালের ৩১ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। কমল কৃষ্ণশীল একই উপজেলার রামপুর গ্রামের মৃত অতুল চন্দ্র শীলের ছেলে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!