• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মা হারা হাজার হাজার শিশু, ট্রাম্পের বিরুদ্ধে ঝড়‌


আন্তর্জাতিক ডেস্ক জুন ২০, ২০১৮, ০৪:৩৫ পিএম
মা হারা হাজার হাজার শিশু, ট্রাম্পের বিরুদ্ধে ঝড়‌

ঢাকা : কখনও কখনও এক একটি ছবিই হয়ে ওঠে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। যেমন আমরা কেউই ভুলতে পারিনি উদ্বাস্তু সমস্যায় জর্জরিত ছোট্ট আয়লানের মরদেহের ছবি। সে রকমই প্রাসঙ্গিক হয়ে উঠেছে আরও একটি ছবি।

সম্প্রতি শরণার্থী শিবিরে কতজন শরণার্থী আশ্রয় নিতে পারবেন, তার ওপরে কড়াকড়ি শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নতুন নিয়ম অনুসারে বিভিন্ন দেশ থেকে যে শরণার্থীরা আসছেন, তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই সন্তানকে শরণার্থী শিবিরে রেখে দেওয়া হচ্ছে এবং তাদের মাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে মেক্সিকো সীমান্তের ওপারে।

টেক্সাসে সেন্ট্রাল আমেরিকান অ্যাসাইলামে এরকমই একটি মা-সন্তান বিচ্ছেদের সময় কাঁদতে শুরু করে একটি শিশু। সেই ছবি লেন্সবন্দী করেন এক সাংবাদিক।

হন্ডুরাস থেকে আসা দুই বছরের মেয়েটির ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। চলতি বছরের ১২ জুন মার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে। গত ছয় সপ্তাহে দুই হাজারের বেশি সন্তানকে বিচ্ছিন্ন করা হয়েছে তাদের মার কাছ থেকে এরপরই ঝড় উঠে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!