• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরা আদর্শ কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান


মাগুরা প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ০৫:৫১ পিএম
মাগুরা আদর্শ কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান

ফাইল ফটো

মাগুরা: “হোকনা আবার দেখা বন্ধুত্বের বাধনে, প্রাণে প্রাণে আমাদের কলেজ প্রাঙ্গনে” এই স্লোগানের মধ্য দিয়ে মাগুরা আদর্শ কলেজের গৌরবময় ৩৫ বছরে পর্দাপন ও পূর্ণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ প্রাঙ্গনে পুনর্মিলনীর উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, বিশিষ্ট শিক্ষাবিদ কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম খান জিয়াউল হক, কলেজ অধ্যক্ষ সুর্য কান্ত বিশ্বাস, পুনর্মিলনী কমিটির আহবায়ক অ্যাড. শাখারুল ইসলাম শাকিল।

প্রাক্তন ও বর্তমান প্রায় ৩ হাজার ছাত্র-ছাত্রীরা টি-শার্ট, টুপি, ভুভুজেলা বাশিঁ  নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের  প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিন করে কলেজে এসে শেষ হয়।

পরে স্মৃতি চারণ, সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা মিলিত হয় উন্মুক্ত আড্ডায়।

সন্ধ্যায় স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা  হয় ।  
   
সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!