• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাগুরায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন


বিশেষ প্রতিনিধি মে ৮, ২০১৭, ০৩:০০ পিএম
মাগুরায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

মাগুরা: জেলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪২ তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (৮ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের খুলনা জোনের প্রধান মঞ্জুরুল আলম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, ভবনের স্বত্তাধিকারী শাহজাদী বেগম, মাগুরা প্রেস ক্লাবের সেক্রেটারী শামীম আহমেদ খান, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম ও আকরাম হোসেন খান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মু: শরিফুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান বলেন, শুধু আর্থিক লাভের জন্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় এ ব্যাংক। সভাপতির বক্তব্যে পরিচালক আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা মাগুরাবাসীকে ইসলামী ব্যাংকিংয়ের অনন্য সেবা গ্রহণের উদাত্ত আহবান জানান।

তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। এরইমধ্যে তা প্রমানে সফল হয়েছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নের সহযোগী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!