• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় বিভিন্ন দাবিতে শিক্ষকদের মানববন্ধন


মাগুরা প্রতিনিধি মে ২৩, ২০১৭, ১২:৫০ পিএম
মাগুরায় বিভিন্ন দাবিতে শিক্ষকদের মানববন্ধন

মাগুরা: বৈশাখী ভাতা, ৫ শতাংশ ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, আইসিটিসহ নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিও এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে মাগুরার শিক্ষকরা।

সোমবার (২২ মে) সকালে মাগুরা চৌরঙ্গী মোড়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষক এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। স্বাধীনতা শিক্ষক পরিষদ, মাগুরা শাখা এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন।

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বরাবরই অবহেলিত। বৈশাখী ভাতার মত একটি স্পর্শকাতর বিষয় নিয়েও বেসবকারি শিক্ষকদের সাথে লুকোচুরি খেলা হচ্ছে। এছাড়াও ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, এমপিওভুক্তি শিক্ষকদের অধিকার। অবিলম্বে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি জানান।

স্বাধীনতা শিক্ষক পরিষদের মাগুরা শাখার আহবায়ক আনিসুর রহমান খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, অধ্যক্ষ মোখলেসুর রহমান, অধ্যক্ষ সূর্য্যকান্ত বিশ্বাস, অধ্যক্ষ আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ কাবিয়ার হোসেন প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!