• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ২৫


নীলফামারী প্রতিনিধি সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০৬:১৪ পিএম
মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

প্রতীকী ছবি

নীলফামারী: জেলার ডোমার উপজেলার দেওনাই নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ি হাজিপাড়া ও সদর উপজেলার লক্ষীচাপ সবুজপাড়া গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ আবুল কালাম (৩০) নামে একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে লক্ষীচাপ সবুজপাড়া গ্রামের লোকজন দেওনাই নদীতে মাছ ধরার জন্য বাঁশের বেড়া দেয়ার সময় শেওটগাড়ী হাজীপাড়া গ্রামের লোকজজন বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষের লোকজন লাঠি, দা, কুড়ালসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। পরে ডোমার ও নীলফামারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী জানান, এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ আবুল কালাম নামে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রনে রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!