• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাঝ নদীতে লঞ্চে পানি, চাঁদপুর ঘাটে গ্রীন লাইন


চাঁদপুর প্রতিনিধি অক্টোবর ২১, ২০১৭, ০৮:০৫ পিএম
মাঝ নদীতে লঞ্চে পানি, চাঁদপুর ঘাটে গ্রীন লাইন

চাঁদপুর: ঢাকা-বরিশাল পথে চলাচলকারী দ্রুতগামী লঞ্চ এম ভি গ্রীন লাইন-২ (ওয়াটার ওয়েজ) চাঁদপুর এলাকায় মেঘনার মোহনা অতিক্রম করার সময় দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার(২১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ ইমরান জানায়, প্রচণ্ড বাতাসে প্রথমে লঞ্চের সামনের অংশের গ্লাস ফেটে যায়। তার কিছুক্ষণ পরেই লক ভেঙে প্রধান গেটটি খুলে যায়। এতে গেটটি আর বন্ধ করা সম্ভব হয়নি এবং প্রচণ্ড ঢেউয়ে ভেতরে পানি প্রবেশ করতে থাকে। এ পরিস্থিতিতে যাত্রীরা চিৎকার দিতে থাকে। পরে অনেকটা জোরপূর্বকভাবে লঞ্চ কর্তৃপক্ষকে বাধ্য করে চাঁদপুর ঘাটে ভেড়ানো হয়।

এ ব্যাপারে লঞ্চ কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক মনে হলে গ্রীনলাইন-২ পুনরায় বরিশালের উদ্দেশ্যে রওয়ানরা করবে।

এ ব্যাপারে চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মর্কতা মোস্তাফিজুর রহমান জানান, ‘গ্রীনলাইন-২ চাঁদপুর ঘাটে আছে। তবে তারা ত্রুটি দূর করতে পারলে আজকেই বরিশালের উদ্দেশ্যে চলে যাবে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!