• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাঠে নেমেই শারজা কাঁপালেন তামিম


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৬, ২০১৭, ১১:৫১ এএম
মাঠে নেমেই শারজা কাঁপালেন তামিম

ঢাকা: এই মুহূর্তে নতুন ক্রিকেট লিগ টি-টেন নিয়ে মেতেছে সবাই। বলা হচ্ছে, এটাই না কি ভবিষ্যতের ক্রিকেট।  বাংলাদেশ থেকে টি-টেন লিগে তিন জনের খেলার কথা থাকলেও মোস্তাফিজুর রহমানকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তামিম ইকবাল আর সাকিব আল হাসানই খেলছেন টুর্নামেন্টে।

বিসিবিতে শুনানি থাকায় নির্ধারিত সময়ে শারজা পৌঁছাতে না পারায় প্রথম ম্যাচটি খেলতে পারেননি তামিম। তারপরও শহীদ আফ্রিদির দল ম্যাচটি জিতেছে। দ্বিতীয় ম্যাচে টিম শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেই শারজা স্টেডিয়াম কাঁপিয়েছেন তামিম।

আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১১১ রান তোলে পাখতুনস। এর মধ্যে ৫৬ রানই এসেছে তামিমের ব্যাট থেকে। ২৭ বলে অপরাজিত এই ইনিংসটি খেলার পথে পাঁচটি বাউন্ডারি আর চারটি ছক্কা মেরেছেন। তামিমের ওপেনিং সঙ্গী আহমেদ শেহজাদ করেছেন ১২ বলে ২৪।

রান তাড়া করতে গিয়ে ১০ ওভারে ৭ উইকেটে ৮৭ রান তুলে থেমেছে টিম শ্রীলঙ্কা। ১২ বলে সর্বোচ্চ ৩১ রান করেছেন হাসারাঙ্গা ডি সিলভা। ৬ রানে ২ উইকেট নিয়েছেন লিয়াম ডসন। অবধারিতভাবেই ম্যাচ সেরার পুরস্কার গেছে তামিম ইকবালের পকেটে।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!