• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাঠের বাইরে কোহলি-জনসনের অন্য যুদ্ধ!


ক্রীড়া ডেস্ক মার্চ ১২, ২০১৭, ০৬:৩৮ পিএম
মাঠের বাইরে কোহলি-জনসনের অন্য যুদ্ধ!

ঢাকা: তিনি বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান। একথা বিরাট কোহলির নিন্দুকেরাও মেনে নিয়েছেন। মাঠে ভারত অধিনায়কের আক্রমণাত্মক আচরণ অনেকের যেমন পছন্দ তেমনি অনেকের কাছেই অপছন্দের।

কোহলির এই আচরণ বরাবরই অপছন্দ করতেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার মিচেল জনসন। এবার ভারত অধিনায়ককে তিনি একহাত নিয়েছেন। শেষবার অস্ট্রেলিয়া সফরে কোহলি-জনসনের মধ্যে হাতাহাতিরও উপক্রম হয়েছিল।

সেই পুরনো শত্রু জনসনের কাছ থেকে এবার বাউন্সার ধেয়ে আসল। কোহলিকে তীব্র আক্রমণ করে এক সাক্ষাৎকারে সাবেক গতি তারকা বলে দিলেন,‘ কোনও সন্দেহ নেই কোহলি ক্রিকেটের প্রতি দারুন আবেগী। তবে এই মুহূর্তে ও তীব্র হতাশায় ভুগছে। কারণ ওর ব্যাটে রান নেই।’ পরক্ষণে জনসন সংযোগ করে বলেছেন,‘ কোহলির আবেগ ছাপিয়ে যাচ্ছে ওর ক্রিকেট সত্ত্বাকে।’

 কোহলি অন্য সবার চেয়ে আলাদাভাবে উদযাপন করেন। এটাতেও সমস্যা জনসনের। আউট হওয়ার পর কোহলির প্রতিক্রিয়া দেখে ব্যঙ্গ করে তিনি বলেন,‘ যখনই প্রতিপক্ষের কোন ব্যাটসম্যান আউট হয় ক্যামেরা কোহলিকে ধরে। সেখানে প্রত্যেকের আউটের ক্ষেত্রে ও একই রকম উচ্ছ্বাস দেখায়।’

কোহলি-জনসনের শত্রুতা চরম মাত্রা নিয়েছিল ২০১৪-১৫ সিরিজে। সেই সময় জনসনের ছোঁরা বলে আঘাত পেয়েছিলেন কোহলি। সেই ঘটনাতেও কোহলিকে দায়ী করেছেন জনসন। তিনি বলেন,‘ ওর আঘাত লাগার পর আমি ক্ষমা চেয়েছিলাম। কারণ, এটা একটা অনিচ্ছাকৃত দুর্ঘটনা ছিল। তবে কোহলি এটাকে ভালোভাবে নেয়নি। তারপর ও কখনও বাগযুদ্ধ থামায়নি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!