• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাঠের ভেতরের জিনিস মাঠে থাকা উচিত: সাকিব


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৭, ২০১৮, ০৭:২১ এএম
মাঠের ভেতরের জিনিস মাঠে থাকা উচিত: সাকিব

ফাইল ছবি

ঢাকা: টান টান উত্তেজনায় শেষ পর্যন্ত স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শেষ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ ১১ রান নিয়ে লাল সবুজের দলকে ম্যাচ জিতিয়ে দেন। তবে তার আগে স্কয়ার লেগে আম্পায়ারে  কল করা নো বল নিয়ে ঘটল হুলুস্থুল কাণ্ড। অবশ্য পরে সেটি সামলে জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।  

শেষ ওভারে বাংলাদেশের দরকার ১২ রান। লঙ্কান বোলার ইসুরু উদানা পরপর টানা দুটি বাউন্সার দিলেন। প্রথম বলে কোন রান নিতে পারেননি মোস্তাফিজুর রহমান। পরের ডেলিভারিতে রান নিতে গিয়ে রানআউটও হলেন মোস্তাফিজ। দুটি বাউন্সারে একটাও ওয়াইড কিংবা নো ডাকলেন না আম্পায়াররা। অবশ্য স্কয়ার লেগে আম্পায়ার কল (নো বল) করেছিল। তারা আলোচনা করে সেটা আবার বাতিলও করেছেন। এরই তুমুল প্রতিবাদ করে ওঠেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ এবং রুবেল হোসেনকে মাঠ ছেড়ে আসতে বলেন। কিন্তু দলের ম্যানেজার খালেদ মাহমুদ খেলা শেষ করে আসতে বলেন।  

এদিেকে ফিজ আউট হলে স্ট্রাইক পান মাহমুদউল্লাহ। তৃতীয় বলে বাউন্ডারি ও চতুর্থ বলে ২ রান নেন মাহমুদউল্লাহ। ফলে শেষ দুই বলে ৬ রান দরকার পড়ে বাংলাদেশের। পঞ্চম বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ফ্লিকড করে ছক্কা মেরে বাংলাদেশকে ফাইনালে নিয়ে যান মাহমুদউল্লাহ। ৩টি চার ও ২টি ছক্কায় ১৮ বলে অপরাজিত ৪৩ রান করেন মাহমুদউল্লাহ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এত ভালো একটা ম্যাচ হয়েছে, সেটা নিয়েই কথা বলি। ৪০ ওভারের একটা ওভার নিয়েই বেশি কথা বলছি। বাকি ৩৯ ওভার নিয়ে কথা বলি।’

তবে কি হয়েছিল শেষ ওভারে সেটা না বলে এড়াতে পারলেন না, ‘যেটা হয়েছে যে, ওখানে স্কয়ার লেগে আম্পায়ার কল (নো বল) করেছিল। তারা আলোচনা করে সেটা আবার বাতিলও করেছেন। এটা আমার কাছে মনে হয় না, সঠিক সিদ্ধান্ত। জানি না প্রথমটায় বাউন্সার কল করেছিল কী করেনি। দ্বিতীয়টি যখন হয়েছে আম্পায়ার নো বল কল করেছে। সবারই ভুল হতে পারে। আমাদের উচিত দল হিসেবে খেলা। আমাদের উচিত এগিয়ে যাওয়া।’

সাকিব বলেন, ‘মাঠের ভেতরের জিনিস মাঠে থাকা উচিত। আমরা খুবই ভালো বন্ধু। শুধু মাঠেই নয়, দুই ক্রিকেট বোর্ডের সম্পর্কটা অনেক ভালো। বিপদে-আপদে সবাই সবাইকে সহায়তা করে। শ্রীলঙ্কার অনেক খেলোয়াড় আমাদের লিগে খেলে, বিপিএলে খেলে। ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তবে মাঠে চাইব আমার দল জিতুক। দলের জয়ের জন্য আমি যেকোনো কিছুই করতে পারি। আশা করি দুই দল এভাবেই বিষয়টা নেবে। এটা মাঠের ভেতরই থাকবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!