• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাতুয়াইল ইউনিয়নে শত কোটি টাকার কাজের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০১৭, ১০:২০ পিএম
মাতুয়াইল ইউনিয়নে শত কোটি টাকার কাজের উদ্বোধন

ঢাকা: রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নব-সংযুক্ত ইউনিয়নগুলিতে আধুনিক সুবিদা দিতে ৭৮৪ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রোববার(২৪ সেপ্টেম্বর) দুপুরে এজন্য রাজধানীর মাতুয়াইল উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় করা হয়।

সাঈদ খোকন বলেন, করপোরেশনের সাথে নব-সংযুক্ত ৮টি ইউনিয়নের অধিবাসীদের সব ধরনের নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন চলছে। এরই ধারাবাহিকতায় মাতুয়াইল ইউনিয়নের ৪৫.৬৩ কিঃমিঃ রাস্তা নির্মাণ, ৪৬.১০ কিঃমিঃ নর্দমা ও ফুটপাথ নির্মাণ, ২৬৭টি সড়কে ২১৮৮টি এলইডি সড়কবাতি স্থাপন কাজের উদ্বোধন করা হল। ইতোপূর্বে সারুলিয়া ইউনিয়নেও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।

মাতুয়াইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী মনিরুল ইসলাম মনু ও অংগ-সংগঠনের উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!