• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদক নির্মূলে শপথ পড়ালেন: শিল্পমন্ত্রী


ঝালকাঠি প্রতিনিধি সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৯:৫৭ এএম
মাদক নির্মূলে শপথ পড়ালেন: শিল্পমন্ত্রী

ঝালকাঠি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশকে মাদকমুক্ত করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে দেশ থেকে মাদক নির্মূল করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা দরকার। সেই সঙ্গে মাদক নির্মূলে তাদেরও এগিয়ে আসতে হবে। এ সময় মাদক নির্মূলে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠন করান শিল্পমন্ত্রী।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠির পুরাতন স্টেডিয়ামে মাদকবিরোধী স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!